বিশিষ্ট ঔপন্যাসিক, ছোটগল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের ৮২তম জন্মবার্ষিকী আজ, যাকে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গোটিয়াতে জন্মগ্রহণকারী আখতারুজ্জামান ইলিয়াস বগুড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন।
যদিও তিনি মাত্র দুটি উপন্যাস এবং পাঁচটি ছোটগল্প সংকলন লিখেছেন, তবুও ইলিয়াসের মতো কয়েকজন লেখক একই সাথে ভাষাগত নান্দনিকতা এবং সমালোচনা ও রাজনৈতিক অঙ্গীকারের উৎকর্ষ বজায় রেখেছেন বলে বলা যেতে পারে। তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে চিলেকোঠার সেপাই, খোয়াবনামা, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারী, দুধভাতে উৎপাত, দোজখের ওম, জল স্বপ্ন, স্বপ্নের জল এবং সংস্কৃতির ভাঙা সেতু।
তিনি হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, কাজী মাহবুবুল্লাহ স্বর্ণপদক, ১৯৯৮ সালে একুশে পদক (মরণোত্তর) সহ বেশ কিছু পুরস্কার লাভ করেন। আখতারুজ্জামান ইলিয়াস ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন।