মুহাম্মদ ইউনূসের শাসনামলকে ‘অবৈধভাবে ক্ষমতা দখল’ অভিহিত করে ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে রাজধানীর ডেমরা এলাকায় মিছিল করে ঢাকা দক্ষিণ যুবলীগ।
মহানগর যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীব বলেন, ‘‘সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে ইউনূস গং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। তারা বাঙালি জাতির স্বাধীনতার অন্যতম ধারক ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিও গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর বিচার করবে একদিন। আমরা অনতিবিলম্বে অবৈধ দখলদার ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছি’’।