বাংলাদেশে শেখ হাসিনার সরকার হটাতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন বিপুল অর্থ ঢেলেছে বলে জানালেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৭ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ অ্যাকাউন্টে’-এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে দেখা যায়, ফাউন্ডেশন অব ফ্রিডম অনলাইনের নির্বাহী পরিচালক মাইক বেঞ্জ টকশোতে বলেন- এনইডি (ন্যাশনাল এনডৌমেন্ট ফর ডেমোক্রেসি), আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে। বর্তমানে ফাউন্ডেশন অব ফ্রিডম অনলাইন ট্রাম্প সরকারের একটি গুরুত্বপূর্ণ থিংকটাংক হিসেবে প্রভাব বিস্তার করছে।
ভিডিওতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাংলাদেশে অর্থ খরচ করে এলজিবিটি গ্রুপ ও উগ্রবাদী ছাত্রদের ব্যবহার করে নির্বাচিত ক্ষমতাসীন সরকারকে ফেলে দিয়েছে।
ট্রাম্পের ট্রুথ অ্যাকাউন্টের পোস্ট:
ভিডিওতে আরও বলা হয়েছে, বাংলাদেশে সরকার উৎখাতের এই মিশনে সহয়তা করেছে এনইডি, আইআরআই এবং ইউএসএআইডি। এ তিন সংগঠনের মাধ্যমে কীভাবে সরকার উৎখাত করেছে, তার বিশদ বর্ণনাও দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জ।