ড. ইউনুস এখন দিশেহারা
জয় বাংলা প্রতিবেদন
বাংলাদেশের বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) এই তথ্য জানিয়েছে।মূলত বাংলাদেশে অবৈধ ইউনুস সরকার ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন এই ব্যবস্থা নিলো। এতে ড. ইউনুস দিশেহারা হয়ে আবুল তাবুল কথাবার্তা এবং নানা দৌঁড়ঝাঁপ শুরু করেছে।
ডিওজিই বলছে, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে। রোববার ১৬ ফেব্রুয়ারি ডিওজিই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
ডিওজিই জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত ২৯ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হলো। বর্তমান সরকার কর্তৃক দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন। মার্কিন যুক্তরাষ্ট্র এ পরিস্থিতি মেনে নিতে অপারগ হয়ে বাংলাদেশে সহায়তা বন্ধ করেছে।এতে ইউনুস সরকার দিশেহারা হয়ে নির্বাচন দ্রুত করার তোড়জোড় শুরু করেছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। পালাবার পথ খুঁজতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকও শুরু করেছে।
গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেন ট্রাম্প। প্রথমদিনেই ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে সই করে একপ্রকার ঝড় তুলেন। এরই অংশ হিসাবে বাংলাদেশের আর্থিক সহায়তা বন্ধ করে দেয়া হলো।