বাংলাদেশের সাংবাদিকরা যদি একসঙ্গে সিদ্ধান্ত নেন যে, তারা সাদাকে সাদা আর কালোকে কালো বলবেন, তাহলে মাত্র তিন দিনের মধ্যে দেশ পরিবর্তন হয়ে যাবে— এমন মন্তব্য করেছেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি পত্রিকাটির ইউটিউব চ্যানেলে এক আলোচনায় অংশ নেন মতিউর রহমান চৌধুরী। সেখানে তিনি প্রধান প্রতিবেদক সাজেদুল হকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলন চলাকালীন পত্রিকাটির বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “সংবাদমাধ্যম যেভাবে পাল্টে যাচ্ছে, আমি এমন পরিবর্তন আগে কখনো দেখিনি। আমরা নিয়ন্ত্রিত সাংবাদিকতার মধ্যে আছি, মুক্ত সাংবাদিকতায় নেই।”
মতিউর রহমান চৌধুরীর দাবি, আওয়ামী লীগ সরকারের দলীয়করণের কারণে সংবাদমাধ্যম রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত হয়েছিল। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাই বড় চ্যালেঞ্জ।
তার মতে, সাংবাদিকরা একতাবদ্ধ নন বলে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, “একজন পশ্চিমা কূটনীতিক একবার আমাকে বলেছিলেন, যদি বাংলাদেশের সাংবাদিকরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে, তারা সত্যকে সত্য বলবে, তাহলে তিন দিনের মধ্যে দেশ বদলে যাবে।”
তার মতে, সাংবাদিকরা নিজেরাই মধ্যমপন্থা থেকে সরে গেছে। তারা হয় এক পক্ষের হয়ে যায়, না হয় অন্য পক্ষের। কিন্তু নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা খুব কম সাংবাদিকই করে।