জয় বাংলা প্রতিবেদন
বাংলাদেশ আওয়ামীলীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ত্রাসীদের সম্পর্কে নেতাকমীদের সর্তক থাকতে। সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের আহুত হরতাল শান্তিপূর্ণ উপায়ে পালন এবং যা কিছু হরতালের আওতামুক্ত থাকছে তাও বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়-‘একটি মতলবি কুচক্রী মহল বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ হরতালকে প্রশ্নবিদ্ধ করতে সন্ত্রাস, সহিংসতা ও নাশকতা করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। এটা নিয়ে কেউ কেউ নীলনকশা প্রণয়ন করে তা বাস্তবায়নে তৎপর রয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীসহ দেশের জনগণকে এই অপতৎপরতার বিরুদ্ধে সদা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় হরতাল কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো প্রকার সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হবে না। তবে হরতাল সফল করার জন্য এই অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে জনরোষকে ধারণ করে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কিছু বিষয় হরতালের বাইরে রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই নীতির আলোকে বিদ্যুৎ, পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিফোন বিভাগের গাড়ি আর অ্যাম্বুলেন্সসহ জনগণকে জরুরি সেবা প্রদানকারী সংস্থার গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। এছাড়াও চিকিৎসক, সাংবাদিকদের গাড়িসহ খাদ্যপণ্য পরিবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুনরায় শান্তিপূর্ণ উপায়ে হরতাল সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।