সিলেটে বিভক্ত হয়ে পড়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়ক-সহ-সমন্বয়করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি ঘোষণার পর তাদের এই বিরোধ প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেয়া হচ্ছে স্ট্যাটাসও। এই অবস্থায় গতকাল বিকালে ঘোষিত সিলেট নগর কমিটি স্থগিত করা হয়েছে।
তীব্র সমালোচনার মধ্যে বিকালে ঘোষিত সিলেট মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সমন্বয়ক আসাদুল্লাহ গালিব। তিনি জানিয়েছেন- ঘোষিত কমিটিতে নেতাদের নামের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের মিল নেই। এ ছাড়া; কাঙ্ক্ষিত অনেকেই কমিটিতে না আসায় তারা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এজন্য এ কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে কমিটি প্রকাশ করা হবে বলে জানান তিনি। এদিকে বিকালে কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ গালিবকে অবাঞ্ছিত করার ঘোষণা করার জন্য আজিজুল হক নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।