মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের মেয়ে মোনালিসা ভোঁসলে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মালা বিক্রি করতেন। কিন্তু একটা কুম্ভমেলা জীবন বদলে দিয়েছে তার। গ্রামের অন্যদের সঙ্গে মেলায় গিয়েছিলেন মালা বিক্রি করতে। এরপর সমাজমাধ্যমের কল্যাণে ভাইরাল হন তিনি।
এমনকি মনোজ মিশ্র পরিচালিত ‘দি মণিপুর ডায়েরি’ ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়ে যান। শুরুতে গুঞ্জন উঠেছিল আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন মোনালিসা। সেই জল্পনার মাঝেই তার বলিউড অভিষেকের খবর আসে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির খবর এখনো পাকা না হলেও হিন্দি বিনোদুনিয়ায় তার পা রাখা নিশ্চিত। নিজের প্রথম সিনেমাতে মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন মহাকুম্ভের এই ভাইরাল গার্ল। জানা যায়, এই সিনেমার জন্য ২১ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।
ইতিমধ্যেই অগ্রিম পারিশ্রমিক হিসেবে ১ লাখ টাকা দেয়া হয়েছে মোনালিসাকে। এদিকে সিনেমা পর্দায় পা দেয়ার আগে নানা অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। তার গ্ল্যামার অবতার দেখে নেটপাড়াতেও শোরগোল পড়েছে। সম্প্রতি এক মালয়ালি অনুষ্ঠানে দেখা যায় তাকে। যেখানে নজর কেড়েছেন তিনি। এ ছাড়াও এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও সম্প্রতি চুক্তিপত্র সই করেছেন তিনি। জানা যায়, ফেব্রুয়ারি মাস থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। এতে রাজকুমার রাওয়ের ভাইয়ের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন মোনালিসা।