।। । জয় বাংলা রিপোর্ট ।।
সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল খালিকের কনিষ্ঠ পুত্র মো. আকিকুর রহমান সাজু ‘হাফিজ’ সনদ লাভ করেছে। গত ১৬ জানুয়ারি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার কুরআনে হাফিজ শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। পাগড়ি ও সনদ প্রদান করেন প্রধান অতিথি মাওলানা আহমদ হাসান চৌধুরী। এ সময় মো. আকিকুর রহমান সাজু ‘হাফিজ’ সনদ লাভ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহস্রাধিক মুসল্লী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।অতিথি হিসাবে আরো উপস্থিতি ছিলেন মওলানা মর্তুজ আলী, মুফতি আফজল খান,মুফতি সাদিকুর রহমান ও মুফতি আবুল ফজল। সভাপতিত্ব করেন মো. আবদুল মতিন। উল্লেখ্য, হাফিজ আকিকুর রহমান সাজুর বাড়ি একই ইউনিয়নের চেলার চর গ্রামে। এছাড়া হাফিজ আকিকুর রহমান সাজু যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মো. আবদুল মছব্বির ও কবি হামিদ মোহাম্মদের ভ্রাতুষ্পুত্র।