দীর্ঘ ১ যুগ মুখ খুলেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। অবশেষে প্রেমের স্বীকৃতি বিয়েতে দিলেন তারা। মুখ খুললেন অভিনেত্রী।
বললেন, ‘১৪ ফেব্রুয়ারি ২০২৫-এ আমরা আমাদের বন্ধন চিরস্থায়ী করলাম, প্রতিশ্রুতি দিলাম এই পথ একসঙ্গে হাঁটার। আদনান আল রাজীব, তোমাকেই আমি সারাজীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।’আজ ফেসবুকে বিয়ের কিছু ছবি প্রকাশ করে এ ঘোষণা দেন অভিনেত্রী। শোনা যাচ্ছিল, ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অনেকের মতে, আজ ২৪ ফেব্রুয়ারি বিয়ে করবেন। হয়েছে গায়েহলুদ।
মেহজাবীন আরও লেখেন, ‘৯ এপ্রিল ২০১২—বাঁকা দাঁত আর মনোমুগ্ধকর হাসি নিয়ে এক ছেলে আমাকে দেখতে এসেছিল। আমি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে থাকলে, সে রাস্তা থেকে আমাকে হাত নেড়ে ইশারা করেছিল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, হাত মিলিয়েছিলাম, আর যখন সে হাঁটতে হাঁটতে দূরে চলে যাচ্ছিল, মনে হলো আমার হৃদয়ের এক টুকরো তার সঙ্গে চলে গেল। তখনই বুঝতে পারলাম—এটাই সত্যি।’
প্রেম নিয়ে তাঁর ভাষ্য, ‘১৩ বছর পর, আমরা এখন একসঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি উচ্চতা উদযাপন করছি আর প্রতিটি কঠিন সময় কাটিয়ে উঠছি। বলে যে, সাত বছরের বন্ধুত্ব আজীবন স্থায়ী হয়—আমরা প্রায় দ্বিগুণ পথ পেরিয়ে এসেছি।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Previous Articleনিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের