সিলেট শহরের নয়া সড়কে অবস্থিত খ্রিস্টান প্রেসবিটারিয়ান চার্চের জমির একাংশ দখল করে নির্মাণ করা হয়েছে মেডিকেল কলেজ। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল নামের এ প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ প্রতিষ্ঠানে তার ব্যবসায়িক অংশীদার হলেন কাতারের ব্যবসায়ী নুরুল ইসলাম খান।
হলি সিলেট হোল্ডিং লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ২০০৫ সালে প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদে ১৭ জন পরিচালক রয়েছেন। তাদের একজন ডা. শফিকুর রহমান। তিনি এক সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, পরিচালকরা মেডিকেল কলেজটির ৯৬ শতাংশ শেয়ারের মালিক। পরিচালকদের একজন নুরুল ইসলাম, যিনি পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে দাবি জামায়াত কর্মীদের।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেনও এই মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। এই দুইজন বাদে বাকি পরিচালকরা জামায়াতে ইসলামীর রাজনীতিতে সরাসরি যুক্ত। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ফখরুল ইসলামও উইমেন্স মেডিকেলের পরিচালক।
হাসপাতালটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটি তিন একর জমিজুড়ে নির্মিত। এরমধ্যে ৬৫ শতাংশ জমি খ্রিস্টান চার্চের বলে অভিযোগ রয়েছে।
চার্চের পূর্বপাশের এ জমি দখল করে মেডিকেল কলেজ সম্প্রসারণ করেন ডা. শফিকুর রহমান। আওয়ামী লীগ শাসনামলে তিনি নিজেকে সবকিছু থেকে আড়ালে রাখতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পদ ছেড়ে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে সম্পৃক্ত করেন আওয়ামীপন্থী ব্যবসায়ীদের। অভিযোগ রয়েছে, সিলেটের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন কামরানেরও সহানুভূতি পেয়েছেন জামায়াতের দখলবাজ নেতারা।
চার্চের জমি বিক্রির নজির না থাকলেও মেডিকেল কলেজের পরিচালকদের ভাষ্য, সস্পত্তিটি কিনে নেওয়া হয়েছে।
এ বিষয়ে চার্চ সূত্র দ্য মিরর এশিয়া নামক একটি পোর্টালকে জানিয়েছে, ১০ লাখ টাকা দিয়ে জোরপূর্বক জমিটি তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বলেন, ‘শুধু জামায়াতের আমির নন, অনেকেই রয়েছেন হাসপাতালের পরিচালনায়। চার্চের কাছ থেকে জমি কিনে মেডিকেল কলেজ সম্প্রসারণ করেছেন।’
ধর্মীয় প্রতিষ্ঠানের জমি কীভাবে কিনেছেন, এ প্রশ্নের উত্তর দিতে পারেননি এমদাদ হোসেন।
তবে তিনি জানান, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের জমিতে মেডিকেল কলেজ নির্মিত হয়েছে।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
সিলেটে জামায়াত আমিরের মেডিকেল কলেজ, চার্চের জমি দখলের অভিযোগ
Previous Articleসংস্কার নয়, পাবলিসিটি স্টান্টে ব্যস্ত অন্তর্বর্তী সরকার