চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে ভারত। সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।
অবশ্য জয়ের পাল্লা ভারি ছিল নিউজিল্যান্ডের পক্ষে। কিন্তু কেন উইলিয়ামসন ফিরতেই অলআউট হয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
গ্রুপ ‘এ’ থেকে ভারত তিন ম্যাচেই জেতায় প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। ৪ মার্চ দুবাইতে হবে ম্যাচটি। পরদিন লাহোরে অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে।
এর আগে ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল হেরেছে। ওই বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে ভারত এদিন ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। শুরুতে ৩০ রানে ৩ উইকেট হারানো দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয় শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল জুটি।
তারা ৯৮ রান যোগ করেন। আইয়ার খেলেন ৯৮ বলে ৭৯ রানের ইনিংস। তিনি চারটি চার ও দুটি ছক্কা মারেন।অক্ষর খেলেন ৬১ বলে ৪২ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছক্কা। এছাড়া কেএল রাহুল ২৩ ও হার্ডিক পান্ডিয়া ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন।
জবাবে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র (৬), উইল ইয়ং (২২) ও ড্যারেল মিশেল (১৭( ব্যর্থ হয়ে ফিরে যান।
তবে তিনে নামা কেন উইলিয়ামসন এক প্রান্ত আগলে ছিলেন। টম ল্যাথাম (১৪), গ্লেন ফিলিপসরা (১২) এক প্রান্ত দিয়ে সেট হয়ে ফিরে গেলেও উইলিয়ামসন দলকে জয়ের আশা দিচ্ছিলেন।
ওই উইলিয়ামসন ১২০ বলে ৮১ রান করে ফিরে যান। সাতটি চার মারেন তিনি। পরে অধিনায়ক মিশেল স্যান্টনার ৩১ বলে ২৮ রান করলেও দলকে জয়ের পথে রাখতে পারেননি।
কিউইদের ধসিয়ে দিয়েছেন ভারতীয় লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। তিনি ১০ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। অন্য লেগ স্পিনার কুলদীপ যাদব নেন ২ উইকেট। অক্ষর প্যাটেল, হার্ডিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা নেন ১ উইকেট। নিউজিল্যান্ডের হয়ে পেসার ম্যাট হেনরি ৮ ওভারে ৪২ রান দিয়ে নেন ৫ উইকেট।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Previous Articleফুটবলে নতুন নিয়ম, গোলরক্ষক সময়ক্ষেপন করলেই কর্ণার