বাণীতে বঙ্গবন্ধুকন্যা জনেনেত্রী শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে আমি পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি।রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক। পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।
বাণীতে তিনি আরও বলেন, আমি দেশবাসীকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহারের দৃঢ় প্রত্যয়ে জাতির উপরে জেঁকে বসা সন্ত্রাস ও উগ্র-সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠীর রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। অবৈধভাবে ক্ষমতাদখলকারী গোষ্ঠী নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে বিভেদের বিষবাষ্প ছড়াচ্ছে। মানুষে মানুষে হানাহানি ও হিংসা-দ্বেষের বীজ বপন করে চলেছে। এর বিরুদ্ধে ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় আমরা পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করি আমার দেশের মানুষকে নিরাপত্তা নিশ্চিত করেন ও শান্তি দেন। আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। তারিখ: ১ মার্চ ২০২৫
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
রমজান উপলক্ষে দেশবাসীর উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাণী
Previous Articleঅগ্নিঝরা মার্চ: ২ মার্চ, ১৯৭১
Next Article পহেলা মার্চ থেকেই বঙ্গবন্ধুর শাসন শুরু