চলতি বছর সুনামগঞ্জে ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে হাওরের একমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য। কিন্তু ৫৩টি হাওরের এই বরাদ্দ ভাগ-বাটোয়ারা করে নিয়ে নিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সমন্বয়ক, বিএনপি ও জামায়াতের প্রভাবশালীরা।
এই ভাগ-বাটোয়ারার অংশ বৈছা আন্দোলনের জেলা ও কেন্দ্রীয় সমন্বয়করাও পাচ্ছেন বলে কথোপকথনে স্বীকার করেছেন সংগঠনের সুনামগঞ্জের জেলা মুখপাত্র মো. রুহুল আমিন।
এবার সুনামগঞ্জ জেলার হাওরে ৫৯২ কিলোমিটার দীর্ঘ ফসলরক্ষা বাঁধ নির্মাণে ৬৮৭টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড। গত ১৫ই ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও দুর্নীতি ও অনিয়মের কারণে কাজে বিলম্ব হওয়ায় আগামী ১০ই মার্চ পর্যন্ত প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে এই প্রকল্পের বরাদ্দকৃত অর্থের প্রায় ৪০ ভাগের বিল উত্তোলন করা হয়ে গেছে।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি কথোপকথনের ভিডিও ক্লিপে দেখা যায়, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা ছাত্রদল নেতা ও বৈছা সমন্বয়ক রেজাউল করিম মোবাইল ফোনে কথা বলছেন বৈছা মুখপাত্র, একই উপজেলার বাসিন্দা মো. রুহুল আমিনের সাথে।
কথোপকথনের সেই দৃশ্যটি আরেকটি মোবাইল ফোন দিয়ে সরাসরি ভিডিও আকারে রেকর্ড করছেন স্বয়ং রেজাউল করিম।
কথোপকথনে শোনা যায়, ১০টি পিআইসি প্রাথমিকভাবে নিয়ে নিয়েছেন সমন্বয়করা। জেলার আহ্বায়ক ইমন দোজা এখান থেকে অংশ নিবে কিনা জানতে চান রেজাউল। তখন বৈছা নেতা রুহুল আমিন তাকে বলেন, এটা হচ্ছে হাদিয়া। এর ভাগ জেলা থেকে কেন্দ্র পর্যন্ত যায়।
এভাবে দুই সমন্বয়কের কথোপকথনে হাওরের কৃষকের বরাদ্দ লুটপাটের চিত্র উঠে আসে। ভিডিওটি ভাইরাল হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তীব্র নিন্দা ও সমালোচনা করছেন। ইতিমধ্যে বিষয়টি টক অব দ্যা ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বৈছা আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা সাংবাদিকদের বলেন, আমরা রুহুল আমিনকে বহিষ্কারের চিন্তা-ভাবনা করছি। আমরা নিশ্চিত হয়েছি, ফাঁস হওয়া কণ্ঠটি তারই।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ২৮শে ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও প্রকল্পটি ১০ই মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তবে এ পর্যন্ত প্রায় ৪০ ভাগ বিল পরিশোধ করা হয়েছে।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
সমন্বয়করা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছেন হাওরের কৃষকের ফসলরক্ষার ১২৭ কোটি টাকা!
Previous Articleবন্ধ হচ্ছে গার্মেন্টস, বেকার হচ্ছে লাখো শ্রমিক
Next Article মুহাম্মদ ইউনূস যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হবে না