জাতিসংঘের মানবাধিকার কমিশনের একপেশে প্রতিবেদন প্রত্যাহারের দাবিতে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে ঐতিহাসিক ভাঙা চেয়ারের পাশে শুক্রবার (৭ মার্চ ২০২৫) বিকেলে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক শ্যামল খান।
ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি।
বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতা, পলাশ বড়ুয়া, অরুণ বড়ুয়া, খলিলুর রহমান, মোঃ মহসিন, আব্দুর রব, মশিউর রহমান সুমন, আশরাফুল ইসলাম আজাদ, হেলাল চৌধুরী, কল্যাণ পাল, মাসুম খান দুলাল, আকবর আলী, সাজিয়া রহমান, গৌরী চরম সসীম, আইয়ান জুনায়েদ, সমিরন বড়ুয়া যীশু, বেলাল চৌধুরী, ফুয়াদ হাসান, তারেক আল মাহমুদ, আজগর হোসেন, অসংখ্য বড়ুয়া, অস্ট্রিয়া আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ আরিফ প্রমুখ।
সমাবেশ শেষে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট মি. ভলকার তুর্ক বরাবর প্রতিবাদ পত্র দাখিল করা হয়। পত্রে বলা হয় ‘অবৈধ ইউনূস সরকারের ডিক্টেশন মেনে একপেশে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই প্রতিবেদন অভিলম্বে প্রত্যাহারের করুন।’ কমিশনের একজন কর্মকর্তা পত্রটি গ্রহণ করেন।
প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই প্রতিবাদ পত্র হস্তান্তর করেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান, অস্ট্রিয়া প্রবাসী হারুন অর রশিদ আরিফ, সুইজারল্যান্ড প্রবাসী গৌরী চরম সসীম প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় চেপে বসা ইউনুস ও তার এঞ্জিও সরকার যে সংখ্যালঘুদের, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের, সংখ্যালঘুদের হত্যা এবং তাঁদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুট ও দখলসহ মানবতাবিরোধী যেসব অপরাধ করেছে এবং করে চলছে, তার তথ্য প্রমাণ অভিযোগ পত্রের সঙ্গে যুক্ত করা হয়।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
Previous Articleসিরিয়ায় আলাউইতদের হত্যাকারী কারা
Next Article বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতি