বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, অবৈধ ও অসাংবিধানিক জঙ্গি অন্তর্বর্তী সরকার সম্পূর্ণরূপে বেআইনিভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট ক্রোক করেছে। গণমাধ্যমের খবরে আমরা জানতে পেরেছি, সুধা সদনসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সম্পদ ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে। আদালতের নির্দেশে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের বাইরে যেতে পারবে না। সুতরাং তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন। এই অবৈধ জঙ্গিগোষ্ঠী জাতির পিতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, এই ধরনের ঘৃণ্য ও জঘন্য কর্মকাণ্ড কেবল জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি অবমাননা নয়, দেশের সর্বোচ্চ আইন সংবিধানের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন। খুনি ইউনূসের এই পদক্ষেপ শুধু মৌলিক মানবাধিকারের লঙ্ঘন নয়, আমাদের সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। তার এই পদক্ষেপ সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ৪২ এর লংঘন।
খুনি ইউনূস গ্রামীন টেলিকমের প্রায় ১৫ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা চলমান ছিল। দুর্নীতির জন্য আদালত কর্তৃক ইতিমধ্যে সাজা প্রাপ্ত হয়েছে। শত শত কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা চলমান ছিল। সম্পূর্ণ বিদেশি ষড়যন্ত্রে অবৈধভাবে ক্ষমতা দখল করে বেআইনি ও অসাংবিধানিকভাবে আদালত কর্তৃক প্রদত্ত সাজা মওকুফ করিয়েছে এই খুনি ইউনুস। দুর্নীতির দায়ে নিজে সাজাপ্রাপ্ত হয়ে এখন অবৈধ ও বেআইনিভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সাজা দেওয়ার নীলনকশা করছে।
খুনি ইউনূসের নেতৃত্বে এই অবৈধ জঙ্গিগোষ্ঠী দেশের সকল মানুষকে আজ অপমান করছে। দেশের প্রতিটি মানুষ আজ নিরাপত্তাহীনতায় রয়েছে।
খুনি ইউনুস ও তার অবৈধ গোষ্ঠী শুধু গণতন্ত্র ধ্বংস করেনি, শুধু অর্থনীতি ধ্বংস করেনি, সিভিল প্রশাসন কিংবা পুলিশ বাহিনী ধ্বংস করেনি, তারা এদেশের শিক্ষক সমাজের মেরুদন্ড ভেঙ্গে দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, দেশের মানুষের জান- মালের নিরাপত্তা কেড়ে নিয়েছে, নারী ও শিশু অধিকার ও নিরাপত্তা কেড়ে নিয়েছে। অর্থনীতি ধ্বংস হওয়ার কারণে দেশ আজ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে। মধ্যবিত্ত, নিম্নবর্তীসহ নিম্ন আয়ের মানুষ চরম বিপর্যয়ের মধ্যে আছে। ব্যবসা-বাণিজ্য- বিনিয়োগ স্থবির হয়ে যাওয়ায় বড় বড় শিল্পপতি-ব্যবসায়ীরাও বিপদে রয়েছে। চারিদিকে কেবল হতাশা আর হাহাকার বিরাজ করছে। বলতে গেলে, দেশটাকে একেবারে চূড়ান্ত ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে খুনি ইউনূসের অবৈধ ও অসাংবিধানিক জঙ্গিগোষ্ঠী।
এই পরিস্থিতিতে দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব হচ্ছে এই অবৈধ ও অসাংবিধানিক জঙ্গি গোষ্ঠীর হাত থেকে দেশকে রক্ষা করা। এজন্য সকলকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ রক্ষার ব্রত নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এদেরকে উৎখাত করতে হবে। বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। তারিখ: ১১ মার্চ ২০২৫