ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর আওয়ামী লীগের মিছিল করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারির মধ্যেই পাল্টা বিশাল মিছিল করেছে সিলেট ও খুলনা জেলা আওয়ামী লীগ। ২০শে এপ্রিল, রোববার সকালে খুলনা বিভাগীয় শহরের এ বিশাল মিছিল থেকে ‘অবৈধ ইউনূস সরকারের’ পদত্যাগ দাবি করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিন রাজধানী ঢাকার ধানমণ্ডি, যাত্রাবাড়ী, শ্যামলী ও মিরপুরেও মিছিল করেছেন নেতাকর্মীরা।এসময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বহন করছিলেন।

মিছিল থেকে নেতাকর্মীরা ‘সুদখোর মহাজন, এই মুহুর্তে বাংলা ছাড়’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দেন।
গত বছরের ৫ই আগস্টের সাড়ে ৮ মাস পর খুলনা নগরীর প্রবেশদ্বার জিরো পয়েন্টে আওয়ামী লীগের এই মিছিলে মূল দলের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।
জঙ্গি-আন্দোলনের পর ক্ষমতা থেকে সরে দাঁড়ানো আওয়ামী লীগের নেতাকর্মীরা গত কয়েক মাস ‘মব হামলার’কারণে আত্মগোপনে থাকলেও ডিসেম্বর থেকেই তৃণমূলের নেতাকর্মীরা একের পর এক মিছিল দিয়ে আসছিলেন। এরপর শক্তি সঞ্চয় করে গত এক মাসে একাধিক বড় মিছিলও করেছে আওয়ামী লীগ। মহানগর পুলিশ জানিয়েছে, তারা মিছিলকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন।
খুলনা মহানগর পুলিশ-কেএমপির হরিণটানা থানার ওসি খাইরুল বাশার বলেন, সকালে কয়েকজন ব্যানার নিয়ে মিছিল করেন। হঠাৎ গাড়ি থেকে নেমেই মিছিল করে সরে যান তারা। পুলিশ মিছিলকারীদের শনাক্তে তৎপর রয়েছে।
১৯ এপ্রিল সন্ধায় সিলেট শহরে আওয়ামী স্বরাষ্ট্র উপদেষ্টার হুমকি-ধামকির প্রতিবাদে মিছিল বের করে। শহরে জিন্দাবাজার,বন্দর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।ইউনুসের পদত্যাগ দাবীসহ ‘সিলেটের মাটি, আওয়ামীলীগের ঘাটি’ শ্লোগান দেওয়া হয়। ‘ইউনুস তুই রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’,তুমি কে আমি কে বাঙালি বাঙালি’ শ্লোগানে মুখরিত সিলেটে আরো দ্বিগুণ তেজ দেখা যায় মিছিলে।সংখ্যাও ছিল আগের চেয়ে বিশাল নাহলেও অনেক।