সম্প্রতি একটি ইস্যু নিয়ে আলোচনার ঝড় একজন উপদেষ্টার পিতা এলজিইডি থেকে একটি লাইসেন্স নিয়েছেন। এটা যেন বড় কোনো অপরাধ!
অথচ, এই সরকারে যিনি প্রধান উপদেষ্টা, তিনি নিজেই ক্ষমতার অপব্যবহারে রীতিমতো নজির স্থাপন করেছেন। তার বিরুদ্ধে কিন্তু কোনো আলোচনা নেই। গণমাধ্যম, এনজিও, এমনকি তথাকথিত সুশীল সমাজও নীরব। প্রধান উপদেষ্টা কী করেছেন? দেশের সব বড় বড় ব্যবসা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, রিক্রুটিং এজেন্সি নিজের প্রতিষ্ঠানের নামে নিয়েছেন। আদম ব্যবসার লাইসেন্স, যা হাজার কোটি টাকার খাত, তিনি নিজের লোকদের দিয়ে বণ্টন করেছেন। দুর্নীতি দমন কমিশনের মামলা থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন আদালতের মাধ্যমে, যা ছিলো সরাসরি প্রভাব খাটানো। নিজের ট্যাক্স বকেয়া ৬৬০ কোটি টাকা নিজ ক্ষমতায় ‘মাফ’ করিয়ে নিয়েছেন। গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর থেকে অব্যাহতি দিয়েছেন, যার ফলে সরকার প্রতিবছর ২০০০ কোটি টাকা রাজস্ব হারাবে এই টাকা যাবে কোথায়? এসব কি কোনো উপদেষ্টা নিতে পারেন? রাষ্ট্র কি তার জন্য? নাকি জনগণের স্বার্থরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য?
এই লোকটা শুধুই নাকি দেশের কথা ভাবে!
১.পিএসপি লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান
যেখানে রবি, বাংলালিংক মতো একাধিক প্রতিষ্ঠানের পিএসপি লাইসেন্স পাওয়ার আবেদন দীর্ঘদিন ফাইলবন্দি হয়ে আছে।
২. গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স
অন্তবর্তী সরকারের সময়ে দেওয়া একমাত্র লাইসেন্স
৩. গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য হিসেবে আছেন মুহাম্মদ ইউনূসের ছোটো ভাই মুহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদও রয়েছেন।
৪. ইউনূসের ঘনিষ্ঠজনেরা পেয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ পদ
সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা করা হয়েছে গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক নূরজাহান বেগমকে।
ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন ইউনূস।
নিজের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে গত বছরের ১৩ আগস্ট উপপ্রেস সচিব পদে নিয়োগ দেন মুহাম্মদ ইউনূস। গণমাধ্যম সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাহীন।
৫. গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫% থেকে কমে ১০% আসলো
৬. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা মওকুফ
এই মানুষটা কখনোই নিজের কথা ভাবেনা, ধ্যানে জ্ঞানে শুধুই দেশ। ঠিক না??