পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের ব্যর্থতাকে দায়ী করেছেন বিনিয়োগকারীরা। তাঁদের অভিযোগ, কমিশনের অদক্ষতার কারণে বাজারে ব্যাপক পতন ঘটেছে, যেখানে প্রায় ৯০ শতাংশ বিনিয়োগকারী তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এ অবস্থায় বর্তমান কমিশনের অপসারণ দাবি করেছেন তাঁরা।
গতকাল রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএমআইএর সভাপতি এস এম ইকবাল হোসেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ নজরুল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিক।
বিসিএমআইএ সভাপতি বলেন, খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের পুঁজিবাজার টানা পতনের দিকে যাচ্ছে। এ সময়ে বাজার মূলধন কমেছে প্রায় ৯০ হাজার কোটি টাকা এবং সূচক কমেছে ১ হাজার ১০০ পয়েন্টের বেশি। এতে অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী নিঃস্ব হয়েছেন।