গতকাল ১৯ মে সোমবার, পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে প্রখ্যাত সাংবাদিক ও লেখক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯ মে ছিল আবদুল গাফফার চৌধুরীর তৃতীয় প্রয়াণ দিবস।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবাস ও কর্মসংস্থান বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক,যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদ আহমেদ সাদ, স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরন, সহসভাপতি আহবাব আহমদ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী,ফজলেহ রাব্বি স্বরনসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মিলাদ পূর্ব আলোচনায় শফিকুর রহমান চৌধুরী বলেন, কিংবদন্তী সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী ছিলেন বাঙালি ও বাংলাদেশের প্রশ্নে আপসহীন ব্যক্তিত্ব। তিনি বঙ্গবন্ধুর আদর্শ আজীবন লালন করেছেন। মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। সৈয়দ সাজিদুর রহমান ফারুকও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আবদুল গাফফার চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম।