বাংলাদেশ বর্তমানে এক গভীর রাজনৈতিক সঙ্কটে। জনগণের ভোট ছাড়া একটি অবৈধ সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে। এর নেপথ্যে রয়েছেন ড. মুহাম্মদ ইউনুস যিনি আন্তর্জাতিক লবির ছায়ায় থেকে দেশের রাজনীতি, প্রশাসন ও অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। তার নেতৃত্বে দেশে এক ধরনের ‘মব রাজনীতি’ চালু হয়েছে, যেখানে স্বাধীনতার পক্ষের শক্তি বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্যাতিত, আটক এবং নিরস্ত করা হচ্ছে।
দেশের শাসনব্যবস্থা ভেঙে পড়েছে। বিচার নেই, অধিকার নেই, নিরাপত্তা নেই। রাষ্ট্র পরিচালনায় কোনো জবাবদিহিতা নেই। এই অবস্থায় চুপ থাকা মানেই দেশকে আরো অন্ধকারে ঠেলে দেওয়া।
ড. ইউনুস ও তাঁর দোসররা দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্রতিহত করতে সর্বাত্মক গণজাগরণ ও রাজনৈতিক প্রতিরোধ জরুরি। চাই শান্তিপূর্ণ, সংগঠিত ও কৌশলগত আন্দোলন যা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
দেশ রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, গণতন্ত্র পুনরুদ্ধারে এখনই সময় গর্জে ওঠার।(আওয়ামীলীগ পেইজ)