আন্দোলনরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা ও নারকীয় মবসন্ত্রাসের পর তাদের আটকের প্রতিবাদে এবং সকলের মুক্তির দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আজ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে অবৈধ দখলদার ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবরুদ্ধ গণতন্ত্রের দেশে অন্ধকারের কানাগলিতে জোনাকি হয়ে আলো জ্বালানোর চেষ্টারত আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণতন্ত্র ও মানুষের মুক্তির আলো জ্বালতে গিয়ে নিভে গেছে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন প্রদীপ। তার পরও তাঁরা অকুতোভয় ও নির্ভীক থেকে রাষ্ট্রের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা অবৈধ দখলদার ইউনূস গংদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বরাবরের মতো আজও বিভিন্ন স্থানে এই অবৈধ দখলদার খুনি গোষ্ঠীর লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী মবসন্ত্রাস সৃষ্টি করে মিছিলরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বর্বরোচিত কায়দায় অতর্কিত হামলা চালায়। আমরা এই মবসন্ত্রাস ও ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অনেক নেতাকর্মী গুম ও নিখোঁজ রয়েছে, অনেকে হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের সুচিকিৎসার প্রয়োজন। অথচ, এই নিষ্ঠুর জালিম সরকার তাদের চিকিৎসা না দিয়ে, জেল হাজতে প্রেরণ করছে। ফ্যাসিস্ট ইউনূস গং মানুষ হত্যার ও অন্যের নাগরিক অধিকার খর্ব অলিখিত লাইসেন্স প্রদান করে সন্ত্রাসী সৃষ্টির পথ প্রসারিত করছে। আমরা এই অবৈধ দখলদার সরকারের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি সকল রাজবন্দীসহ এ পর্যন্ত আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
বিবৃতিতে তিনি বলেন, সাংবিধানিকভাবে অবৈধ ও জনগণের ম্যান্ডেটহীন ফ্যাসিস্ট ইউনূস সরকার অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সামরিক স্বৈরশাসক আইয়ুব খান এবং ইয়াহিয়া খানও আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, আওয়ামী লীগ সেই নিষেধাজ্ঞার অর্গল ভেঙে বার বার স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ের অনুভূতিতে জড়ানো শ্বাশত সত্তা। বাংলার জনগণের কাছ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। বাংলার জনগণের ভালোবাসায় সিক্ত রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ এবারও স্বমহিমায় ফিরে নতুন ইতিহাস লিখবে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীসহ গণতন্ত্রকামী দেশবাসীকে চলমান আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানাচ্ছি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।