দেশের বরেণ্য অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং গর্বিত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবুল বারাকাত স্যারের “বাংলাদেশে মৌলবাদ: জঙ্গিবাদের রাজনৈতিক অর্থনীতির ভিতর-বাহির” বইটি শুধু একটি গবেষণাধর্মী গ্রন্থ নয় —এটি মৌলবাদের বিরুদ্ধে এক সাহসী প্রতিরোধের দলিল।
এই গ্রন্থে তিনি বিশ্লেষণ করেছেন কীভাবে জঙ্গিবাদ ও মৌলবাদ একটি রাজনৈতিক অর্থনীতির অংশ হিসেবে কাজ করে, এবং কিভাবে তা বাংলাদেশের সমাজ, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতিকে গ্রাস করার পাঁয়তারা করে চলেছে।
উনার অপরাধ একটাই — তিনি মৌলবাদীদের বিরুদ্ধে কলম ধরেছেন। এই সমাজে যেখানে মৌলবাদ নিয়ে কথা বলাটাই একরকম “অপরাধ” হয়ে দাডিয়েছে, সেখানে তিনি সত্য বলার দুঃসাহস দেখিয়েছেন। আর এ কারণেই তিনি আক্রমণের শিকার — মৌলবাদী চক্রের চক্ষুশূল।
আমরা তার গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং নিঃশর্ত মুক্তি দাবি করি।
আমরা তার সঙ্গে একাত্ম, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী — আমরা মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে।
পড়ুন এই বইটি, জানুন কাদের বিরুদ্ধে আমাদের লড়াই। জেগে উঠুন বিবেকের আলোয়। জয় বাংলা।