অ্যাপ ডাউনলোডে যে কারণে সতর্ক থাকা প্রয়োজন। হুট করে সোশ্যাল মিডিয়ায় কোনো বিজ্ঞাপন দেখে বা কোনো ফরোয়ার্ড লিঙ্ক বা মেসেজ থেকে কোনো অ্যাপ কখনও ডাউনলোড না করাই শ্রেয়।
অপরিচিত কোনো অ্যাপ স্মার্টফোনে ডাউনলোডের সময়ে ভালো করে যাচাই করে নিন, ডাউনলোডে কোন কোন তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন। ব্যক্তিগত কোনো তথ্য, যেমন– ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নম্বর, ব্যাংক তথ্য, জাতীয় পরিচয়পত্র নম্বর এমন সব তথ্য দেওয়া থেকে বিরত থাকবেন। অ্যাপ ডাউনলোডের আগে তার রিভিউ যাচাই করে নেবেন। এর আগে গ্রাহক অ্যাপটি সম্পর্কে কী রেটিং করেছেন, খারাপ কোনো দিকের কথা উল্লেখ করেছেন কিনা, তা জানা জরুরি।
অ্যাপ নির্মাতা সংস্থার প্রয়োজনীয় তথ্য জানার পরই তা ইনস্টলের চেষ্টা করবেন। নিজের স্মার্টফোনে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যার ঠিকঠাক কাজ করছে কিনা, দেখে নেবেন। ম্যালিশিয়াস অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই সতর্কবার্তা দৃশ্যমান হবে।
হরহামেশা প্রতারক চক্র অনেকাংশে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে গ্রুপ তৈরি করে নতুন কাজের সুযোগ দেওয়ার নাম করে বিশেষ অ্যাপ ডাউনলোডের অনুরোধ করে। ওই ধরনের কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে বলেছেন বিশ্লেষকরা।
কম বিনিয়োগে বেশি মুনাফার প্রলোভন দিয়ে অনেকে ঋণ ঘরানার অ্যাপ ডাউনলোডে উৎসাহিত করে। বুদ্ধি বিবেচনায় এ ধরনের অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকবেন। অনেকে আবার কোনো পরিষেবার ছুতোয় রিমোট অ্যাপ ডাউনলোডের প্রলুব্ধ করে। এসব এড়িয়ে চলাই শ্রেয়।