বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটকের ঘটনায় ক্ষুব্ধ কাদের সিদ্দিকী বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না, এর চেয়ে মরে যাওয়া ভালো’।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। সেখানে অংশগ্রহণ করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। রাতে দোয়া মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতেই এ ঘটনায় অভিযান চালিয়ে স্থানীয় একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করে পুলিশ।
শুক্রবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এ ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলায়। আটক ব্যক্তিরা হলেন নিজাম উদ্দিন, নজরুল ইসলাম ও মো. করিম। তাঁদের মধ্যে নিজাম উদ্দিন মসজিদের ইমাম, নজরুল মুয়াজ্জিন ও করিম ইউনিয়ন যুবলীগের সদস্য।