এক বিজ্ঞপ্তিতে মঞ্চ ৭১ জানিয়েছেন এ পর্যন্ত ১৫ ,০০০ সদস্যে মঞ্চ-৭১ পরিবারে যুক্ত হয়েছেন। এ যুক্ত হওয়া ভালোবাসা ও অঙ্গীকার মহান মুক্তিযুদ্ধের।
বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে,
প্রিয় সদস্যবৃন্দ,
আজ আমাদের মঞ্চ একাত্তর পরিবারে ১৫ ,০০০ জন যোদ্ধা-সন্তান, মুক্তিযুদ্ধের আদর্শের বিশ্বাসী দেশপ্রেমিক মানুষ যুক্ত হয়েছেন।
এটি আমাদের সবার জন্য এক বিশাল শক্তি, এক বিশাল অর্জন।
আমরা কৃতজ্ঞ—
প্রতিটি সদস্যকে, যারা নিজেদের সময়, শ্রম, ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করছেন।
আসুন, দেশপ্রেমিক প্রতিটি মানুষকে মঞ্চ একাত্তরে যুক্ত করি।
মঞ্চ একাত্তর মানে—স্বাধীনতার অঙ্গীকার, বাংলাদেশের পক্ষের শক্তি। জয় বাংলা।