বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং সারা দেশে বাছবিচারহীনভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে চলেছে। আমরা এই নির্বিচার গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশবাসী ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছে, খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের চিহ্নিত সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর প্রতি পক্ষপাত রয়েছে। সে কারণে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন না করে সেটাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অপচেষ্টা করছে। আবার এর ফলে যে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেদিকেও তারা চরম উদাসীন। এই অবৈধ দখলদারদের শিথিলতার কারণে জেল পলাতক সাত শতাধিক চিহ্নিত সন্ত্রাসী ও জঙ্গিরা ধরা ছোঁয়ার বাইরে। এই সন্ত্রাসী – জঙ্গিরা শুধু জেল থেকেই পালায় নি, এর গোষ্ঠীর সদস্যরা থানায় আক্রমণ করে পুলিশের অস্ত্র লুট করে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারেও এই অবৈধ ও অসাংবিধানিক সরকারের কোনো তৎপরতা নেই। সেই অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী ও জঙ্গিরা আবার পুলিশ ও মানুষের উপর আক্রমণ করছে, এমনকি থানায় হামলা চালাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু এই অবৈধ সরকারের উদাসীনতার জন্যই সম্ভব। জনগণের নিরাপত্তার প্রতি যে সরকার চরমভাবে উদাসীন তারা কোনোভাবে রাষ্ট্রক্ষমতায় বহাল থাকার অধিকার রাখে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নির্লজ্জ, বেহায়া, খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের ক্ষমতা ছাড়তে বাধ্য করবে, ইনশাল্লাহ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। ২৬ আগস্ট ২০২৫