।। এ এম ফারহান সাদিক ।।
নিম্ন শ্রেণীর কথা বলে বলে বাস্তবতা কি পরিবর্তন করা যাবে? কারো বাপের ঠিক না থাকলে সেই কষ্ট বাকি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার তো মানে নাই।
এই পাকিস্তান আসলে কে? কি করেছিল? ২৫ মার্চ বাদ দিলাম। তারা নিজের দেশে কি করেছে। আজ যদি আলাদা না হতাম, বেলুচিস্তানের মতোই হতাম। ভারতে অন্তত গনতন্ত্র আছে৷ মোদি এতো কিছু করেও বাংলা আর দক্ষিণ ভারত নিতে পারেনি। মুসলমানদের এতো অত্যাচার করার পরও তারা ভারতকেই বেছে নিবে।
ইমরান খানের মতো লিডার তারা জেলে ভরে রাখে। সবসময় গনতন্ত্রের হত্যা করেছে- সেই ইয়াহিয়া, টিক্কা, মোশাররফ, জিয়াউল হক- সবাই। জুল্ফিকার ভুট্টো, বেনাজির ভুট্টোসহ অগনিত কতো লিডার তারা মেরেছে। শুধু আর্মির পাল্লায় পড়ে। সেই আর্মি আমাদের দেশে গো-হারা হারার পর সবাইকে নিয়ে বেলুচিস্তানে পাঠায়। সেখানে গিয়ে তারা আবারো হত্যা আর ধর্ষণ করতে থাকে। চাইলে মানুষ তা জানতে পারে। আফগানিস্তানে ভাল ইসলামি শাসণ আছে এখন। তারাও পাকিস্তানকে দেখতে পারেনা কারন পাকিরা চাইলে লাভের জন্য নিজের মা-ও বিকি দিতে পারে। ক্রিকেট থেকে শুরু করে সবকিছুতেই তাদের গাদ্দারি দেখেছি। এমনকি আমাদের কাছেও ৯৩০০০ সৈন্য নিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে বিদায় নিয়েছিল। কেন? কারন তারা অপরাধ করেছে। হারার পরেও ক্ষমতা ছাড়ে নাই। উল্টো আমাদের মানুষের উপরে করেছে অমানবিক অত্যাচার। সেই সময় ভারত আসলেই কিন্ত আমাদের জায়গা দিয়েছিল। জাতি হিসাবে আমরা ঈমানের জোর যদি দেখাই, আমাদের এটা এক্সেপ্ট করতেই হবে। রাসুলের (স) সাথে কিন্ত একটা যুদ্ধে একজন ইহুদি রেবাইও যুদ্ধ করেছিলেন।
পাকিস্তান মানেই ইসলাম না। এই দুনিয়াতে পাকিস্তান যে পরিমাণ মুসলমান হত্যা করেছে- তা আর কোন দেশ করেছে কিনা কে জানে। উন্নতির কোন ইন্ডেক্সে তারা নেই। অথচ কিছু গর্দভ কিছু না বুঝেই না জেনেই এমন সব করে যাচ্ছে, জনগণের একটা অংশ তা সায়ও দিচ্ছে। কারন? ধর্মের দুর্বলতা।
এটা কিন্ত ঈমান দূর্বল করছে। সত্য ঢেকে ইসলামের নাম করে অন্য কিছু নিয়ে আসলে আল্লাহ কিন্ত ছাড় দিবেন না। পাকিস্তানও আল্লাহ থেকে সরে গিয়ে নিজেদের মতো ইসলাম কায়েম করতে চেয়েছে। তাই আল্লাহ বরকত উঠিয়ে নিয়েছেন। য়ার আল্লাহর বরকত উঠে গেলে দুনিয়ার কোন জোর নাই এই খারাপ অবস্থা থেকে বের করতে পারে।
আমরা মালয়শিয়া, ইন্দোনেশিয়া, তুর্কির পাশে থাকলেই তো হয়। পাকিস্তান থেকে নামদারী ইসলাম আর জংগী ছাড়া আর কিছুই পাবো না বরং তারা আগের মতোই আমাদের থেকেই নিতে থাকবে।
ভারত, চীন, রাশিয়া- আগামীতে এই এশিয়ার বড় পরিবর্তন আনবে। কারণ আমেরিকার সাথে আর পেরে উঠছে না। এখন আমাদের দরকার বাজার বড় করা। ইসলামের নাম করে ইমোশনাল ভুল করলে তার খেসারত দিতে হবে। তাই ইসলামের নাম করে শয়তানের পক্ষ নিতে যায়েন না।
লেখক: ছাত্রনেতা ও কলামিস্ট।