কিশোরগঞ্জের পাগলা মসজিদ সাম্প্রতিক বছরগুলোতে আস্থা, বিশ্বাস ও আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে দানের ব্যতিক্রমী ধারার জন্য এই মসজিদ দেশজুড়ে পরিচিতি পেয়েছে। প্রতিবারই এই ধারায় যুক্ত হয় নতুন চমক। এবারও তার ব্যতিক্রম হয়নি। দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৩২ বস্তা টাকা।
এদিকে, পাগলা মসজিদের দানবক্সে পাওয়া গেল এক চিরকুট। যে চিরকুটে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে গণনা শুরু হয়।