#
পূর্ব লন্ডনের শত শত কাউন্সিল বাড়ি স্থানীয় কর্তৃপক্ষের হাউজিং অফিসাররা জালিয়াতির মাধ্যমে ভাড়াটেদের বরাদ্দ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, যারা বাড়ির জন্য নগদ অর্থ দাবি করেছিল বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার বার্কিং, ডাগেনহ্যাম এবং এসেক্সে ধারাবাহিক অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
২০২০ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে “কয়েকশ” সামাজিক আবাসন ভুলভাবে লোকেদের দেওয়া হয়েছে এমন অভিযোগ পাওয়ার পর লন্ডন সিটি পুলিশ এবং কাউন্সিল যৌথভাবে ঘুষ ও দুর্নীতির তদন্ত – অপারেশন চন্দ্রিলা – শুরু করেছে।