যুক্তরাজ্যের লন্ডনে বর্ণবাদী হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি মুসলিম যুবক। মা বোরকা পরেছেন তাই ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করেছেন এক বৃটিশ বর্ণবাদী। স্থানীয় সময় শুক্রবার লন্ডনের হিথ্রো এলাকায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম ইফতি। হামলার শিকার মা ও ছেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় বসবাস করেন। রোববার ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করে ইফতির পরিবার।
ইফতি তার মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে কিছু খাওয়ার জন্য একটি জায়গায় থামেন। সেখানে গাড়ি থামানোর পরপরই ওই ব্যক্তিসহ আরো কয়েকজন তার মায়ের বোরকা পরা দেখে বাজে মন্তব্য শুরু করেন। মাকে নিয়ে বাজে মন্তব্য করায় পাশে থাকা ছেলে প্রতিবাদ করলে তার উপর চড়াও হন শেতাঙ্গ কয়েকজন ব্যক্তি। বোরকা নিয়ে বাজে মন্তব্যকারীর একজন হঠাৎ ইফতির ওপর আক্রমণ শুরু করেন। তার হাতে থাকা বেইজ বল ব্যাট দিয়ে ইফতির মাথায় আঘাত করতে থাকেন এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। আক্রমণের সময় বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষী গালাগাল করছিলেন তারা।
এ সময় কয়েকজন ব্যক্তি এগিয়ে আসলে হামলাকারী গাড়ি চালিয়ে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ এসে মা-ছেলেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। চিকিৎসা শেষে ইফতি বাসায় রয়েছেন বলে জানা গেছে। দেশটির পুলিশ ঘটনাটি তদন্ত করছে। উল্লেখ্য, এমন বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী হামলার পরদিনই টমি রবিনসনের নেতৃত্বে লন্ডনে সর্ববৃহৎ বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষী মার্চ করে ইংলিশ ডিফেন্স লীগ (ইডিএল)