কবির হাসান
দক্ষিণ এশিয়ার জন্য এআই শিল্পোন্নয়নে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। কারণ, ভারতে ডেটা সেন্টার নির্মাণে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে গুগল।
জানা গেছে, বিশাখাপত্তনমে হাইপারস্কেল ডেটা সেন্টার তৈরির জন্য হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চলেছে টেক জায়ান্ট গুগল। ইতোমধ্যে এই বিনিয়োগের দাপ্তরিক অনুমোদন দিয়েছে অন্ধ্রপ্রদেশ স্টেট ইনভেস্টমেন্ট প্রমোশন কর্তৃপক্ষ।
কর্মসংস্থানের সুযোগ
অ্যাকসেস পার্টনারশিপ ও গুগলের ইকোনমিক মডেলিং সমীক্ষা বলছে, এ প্রকল্পে ২০২৮ থেকে ২০৩২ সাল পর্যন্ত (অপারেশন শুরুর প্রথম পাঁচ বছরে) ওই রাজ্যের গ্রোস স্টেট ডমিস্টিক প্রডাক্টে বছরে গড়ে ১০ হাজার কোটি রুপি আয় হবে।
এর সঙ্গে কয়েকটি ক্ষেত্র মিলিয়ে বছরে প্রায় দুই লাখ জনবলের প্রত্যক্ষ-পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের অন্যতম বৃহৎ ডেটা সেন্টার হতে চলেছে এটি। ভারতে প্রথম ধাপে এক গিগাওয়াটের ডেটা সেন্টার ক্লাস্টার তৈরির পরিকল্পনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকারের স্টেট ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের সরকারি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বিশাখাপত্তনমে তৈরি হবে হাইপারস্কেল ডেটা সেন্টার। এটি ভারতে
ডিজিটাল পরিকাঠামো ও দক্ষিণ এশিয়ায় গুগলের অন্যতম বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ হবে।
দক্ষিণ এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের শিল্পোন্নয়নে এই ডেটা সেন্টার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। জাতীয় পর্যায়ে ডিজিটাল প্রযুক্তির মানোন্নয়ন ও বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এই ডেটা সেন্টার। অন্ধ্রপ্রদেশ সরকার সূত্রে জানানো হয়, পুরো প্রকল্প যেন দ্রুত সময়ের মধ্যে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য গুগল ও বাকি অংশীজন দৃঢ়।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রমে বিশ্বে এআই নির্ভরতা বেড়ে চলেছে। ভারতের ডিজিটালনির্ভর অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে নতুন শক্তির সঞ্চার করবে গুগলের এই ডেটা সেন্টার। শুধু তাই নয়; এআই, ক্লাউড কম্পিউটিং, ফাইভজি পরিষেবা ছাড়াও ই-গভর্ন্যান্সের পরিসর বাড়াতে গুগল ডেটা সেন্টার অভূতপূর্ব গতির সঞ্চালক হবে।