জননেত্রী শেখ হাসিনার পুত্র ও ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয় বলেছেন, কেবলমাত্র একটি সর্বসমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশকে রাজনৈতিক স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে পারে।
ওয়াশিংটন ডিসি থেকে এপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে হবে। একই সঙ্গে নির্বাচন হতে হবে সর্বসমন্বিত, স্বাধীন ও সুষ্ঠু।
তিনি অভিযোগ করে বলেন, “আমাদের কোনো নির্বাচনী প্রস্তুতি নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাই শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা তুলে নিলেও, নির্বাচনটি এক প্রহসন হবে।”
জয় আরও দাবি করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ আসলে তাঁর মা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখারই কৌশল। তাঁর ভাষায়, “এটি বিচারব্যবস্থার আড়ালে পরিচালিত রাজনৈতিক প্রভাবখেলা।”
বিশ্লেষকদের মতে, সজীব ওয়াজেদ জয়ের এই মন্তব্য বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা ও আসন্ন নির্বাচনের বৈধতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
