স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে হতাহত, ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, আজ বাংলাদেশে সংঘটিত হওয়া ভয়াবহ ভূমিকম্পে অনেকে নিহত হয়েছেন, শত শত মানুষ আহত হয়েছে এবং আমরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি ভূমিকম্পে নিহতদের স্মরণে শোক এবং শোকসন্তপ্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছে তাদের আশু সুস্থতা কামনা করছি।
জননেত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এই বিষয়টি মাথায় রেখে আওয়ামী লীগ সরকার অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এই অবৈধ দখলদার সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকায় তারা জনগণের দুঃখ-দুর্ভোগ লাঘবে তেমন সক্রিয় না। বরং দেশ ও জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আমি পরম করুণাময় আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেনো বাংলাদেশের জনগণকে বড় ধরনের দুর্যোগ-দুর্বিপাক থেকে রক্ষা করেন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।
