সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুর- ২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর বাসভবনে ইউনুসের পালিত জঙ্গী গোষ্ঠী গতকাল ১৯ ডিসেম্বর রাতে পুনরায় আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।
এই নৃশংসতার তীব্র নিন্দা জানিছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিবৃতিতে তারা বলেন, সারা দেশটা এখন জঙ্গীদের অভয়ারন্য, একের পর এক নারকীয় কাণ্ডে লন্ডভন্ড সোনার বাংলাদেশ।
এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের সকল মানবতাবাদী দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসার আহবান জানাই।
দেশপ্রেমিক খালিদ মাহমুদ চৌধুরী একজন সজ্জন ও প্রজ্ঞাবান রাজনীতিবিদ, তাঁর পিতা ও পিতামহ বংশপরম্পরা্ রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তার পিতা ও পিতামহ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সজ্জন না হলে বার বার জনগণ এই পরিবারের প্রতি সম্মান ও ভালোবাসায় স্থান দিতো না।
এমন বিশিষ্ট পরিবারের সন্তান খালিদ মাহমুদ চৌধুরীর বাড়ি জঙ্গীরা পুড়িয়ে দিয়েছে,তার নিন্দা জানাই।
