সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ চারটি গোল করেন মুনকি আক্তার। এছাড়া হ্যাটট্রিক করেন তৃষ্ণা রাণী।
শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখরায় শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তবে প্রথম গোলের দেখা পেতে কিছুটা সময় লেগেছে। ম্যাচের ২৮ মিনিটে মামনি চাকমার গোলে লিড পায় বাটলারের শিষ্যরা। প্রথমার্ধে শেষ চার মিনিটে আরও তিন গোল করে বাংলাদেশ। ৪৩ মিনিটে তৃষ্ণা রাণী, ৪৪ মিনিট ও ইনজুরি সময়ে মুনকি আক্তার জোড়া গোল করেন। এতে ৪ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতিতে ফিরে পর আরও আক্রমণাত্নক খেলতে থাকে বাংলাদেশ। ভুটানের জালে আরও ৮ বার বল পাঠায় বাংলার মেয়েরা। ম্যাচের ৫৪ ও ৬০ মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রাণী। ৭৩ মিনিটে গোলের খাতা খুলেন আলপি আক্তার। ৮৬ মিনিটে দ্বিতীয় ও খেলার শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
প্রথমার্ধে দুই গোল করা মুনকি আক্তারও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ৮১ মিনিটে। অধিনায়ক অর্পিতা বিশ্বাস ইনজুরি সময়ে এক গোল করেন। শেষ পর্যন্ত ১২-০ গোলের বড় নিয়ে মাঠ ছাড়ে বাংলার বাঘিনীরা।
