ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত
বাংলাদেশের জাতীয় সংগীত এবং জাতীয় সংগীত সম্পর্কে অবমাননাকর বক্তব্য, পরিবর্তনের দাবি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিলেতের সাংস্কৃতিক কর্মী, লেখক, নাগরিকবৃন্দের উদ্যোগে জাতীয় সংগীত লন্ডনের পার্লামেন্টের সামনে গেয়ে প্রতিবাদ জানানো হয়।
ব্রিটেনে বসবাসরত দেশপ্রেমিক সর্বস্তরের প্রবাসী বাঙালিরা ১৬ সেপ্টেম্বর সোমবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত কণ্ঠে গাইলেন বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’।
লন্ডনের পার্লামেন্টের সামনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কণ্ঠযোদ্ধা হিমাংশু গোস্বামী, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গউস সুলতান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম, সাংবাদিক মতিয়ার চৌধুরী, অভিনয় শিল্পী রুবাইয়াত জাহান ঝরা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার শাহিদ আলী, কবি লিপি হালদার, নাট্যকার মজিবুল হক মনি, কণ্ঠশিল্পী কাওসার হাবীব, কণ্ঠশিল্পী বিউটি শীল, কণ্ঠশিল্পী জিনাত শফিকসহ আরও অনেকে জাতীয় সংগীত গেয়ে এই প্রতিবাদে অংশগ্রহণ করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, কবি হাফসা ইসলাম, স্নিগ্ধা মিষ্টি ও মাহমুদ হাসানের আয়োজনে এতে যোগ দেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, ব্যবসায়ীসহ শত প্রবাসী বাঙালি। মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত নিয়ে সব রকম ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জাতীয় সংগীত শেষে, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত নিয়ে সব রকম ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে শপথ নেন সকলে। শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা গউস সুলতান।