জয় বাংলা প্রতিবেদন
আওয়ামীলীগের মাসব্যাপী আন্দোলনের কর্মসূচী পালনের উদ্দেশ্যে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। আয়োমীলীগের ওয়েভসাইটে দেয়া এই নির্দেশনাসমূহ আলোচনার ঝড় তুলেছে। নির্দেশনায় বলা হয়েছে-
১.‘বাংলাদেশ আওয়ামী লীগের সকল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ সম্মিলিতভাবে স্ব স্ব জেলা ও মহানগরের আওতাধীন উপজেলা- থানা-ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি সফল করার জন্য ভার্চুয়ালি মিটিং করুন।
২.কেউ গ্রেফতার বা আত্মগোপনে থাকলে যিনি মাঠে সক্রিয় আছেন তিনিই সংগঠিত করবেন। ৩.প্রতিটি ইউনিটের জন্য আলাদা আলাদা করে নির্দেশনা প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করুন।
প্রতিটি গ্রুপে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের এবং একই সাথে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর +1 (917) 569-9327 এবং ব্যাকাপ হিসেবে +27 60 256 0533
+27 74 641 4737 যুক্ত করুন।
এসব নির্দেশনায় নড়েচড়ে বসছেন দেশে বিদেশে নেতাকর্মীরা। মনে করা হচ্ছে, অচিরেই আওয়ামীলীগ জনগণের কাছে তাদের বার্তা নিয়ে পৌঁছতে সক্ষম হবে। আন্দোলন ছাড়া জনগণের কাছে পৌঁছার আর কোনো রাস্তা নেই। আওয়ামীলীগ সব সময়ই আন্দোলনে বিশ্বাস করে। ইউনুস সরকারের পতনের দাবীতে আওয়ামীলীগের এই আন্দোলন কর্মসূচীকে সতর্কদৃষ্টিতে দেখছেন সচেতনমহল। এতে রাজনীতিতে ফিরে আসার আওয়ামীলীগের সম্ভাবনা দেখছেন অনেকেই।