শিশুদের আবদার মেটাতে পুতুল নাচে অংশ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও গাজালা পারভীন রুহি।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনওকে পুতুল সেজে শিশুদের সঙ্গে নাচতে দেখা গেছে।
নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। শিশুদের উৎসাহ দেওয়ায় সরকারি এ কর্মকর্তার প্রশংসা করছেন সবাই।
অনুষ্ঠানের দর্শকরা জানান, কল্যাণপুর আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ১১ শিশু ‘জীবন্ত’ পুতুল সেজে নাচ পরিবেশন করে। তাদের সঙ্গে একই সাজে মঞ্চে ওঠেছিলেন ইউএনও গাজালা পারভীন রুহি।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও গাজালা পারভীন রুহি বলেন, “বাচ্চারা আবদার করেছিল আমিও যেন তাদের সঙ্গে নাচি। বাচ্চাদের আবদার মেটাতেই মঞ্চে ওঠেছিলাম।”
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।