জয় বাংলা প্রতিবেদন
চাটুকার, মিথ্যুক ও দুর্বৃত্ত তাজুল ইসলাম মেডিকেলের ভাষার ভুল ব্যাখ্যা উপস্থাপন করছে মিডিয়ায়। তার মিথ্যা জনগণের সামনে তুলে ধরেছে Fact Detector Bangladesh
“No treatment, no release” এর অর্থ হলো ‘বিনা চিকিৎসায় মুক্তি নয়’ বা ‘চিকিৎসা না করলে মুক্তি দেওয়া হবে না।’ এটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কাউকে চিকিৎসা গ্রহণে বাধ্য করা হচ্ছে বা নির্দিষ্ট শর্ত পূরণ না করলে তাকে মুক্তি দেওয়া হবে না। এটি কারাগার, হাসপাতাল, বা অভিবাসন সংক্রান্ত পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে, যেখানে কেউ মুক্তি পাওয়ার জন্য অবশ্যই নির্দিষ্ট চিকিৎসা নিতে হবে। অর্থাৎ, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গণমাধ্যমে প্রচারিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ব্যাখ্যাটি বিভ্রান্তিকর।