মেয়েকে কোচিং সেন্টারে থেকে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য, ওই নারীর কানের দুল কেড়ে নিতেই ছুরি চালায় ছিনতাইকারীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া আমবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সীমা বেগম (৪০)। তিনি ওই এলাকার আক্তার হোসেনের স্ত্রী বলে জানা গেছে। তারা ওই এলাকার আগানগর আমবাগিচা বউবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা স্থানীয় এক ব্যবসায়ী কামাল হোসেন বলেন, সীমা তার সাড়ে ছয় বছরের মেয়ে সাকিবাকে কোচিং করিয়ে বাসায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা তারা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে দিয়ে আঘাত করে একটি বাসার ভেতরে নিচ তলায় ফেলে রেখে যায়।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল এবং পরে সেখান রাত সন্ধ্যা সাতটার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ফল ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, আমি দোকানে ছিলাম খবর শুনে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
তিনি জানান, সীমার কানের দুটি দুল ও গলায় স্বর্ণের চেনসহ কিছু টাকা হত্যাকারীরা নিয়ে গেছে।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
সন্ধ্যা বেলা কানের দুলের সঙ্গে নারীর প্রাণও নিলো ছিনতাইকারী
Previous Articleবইমেলায় বাংলা একাডেমির ‘গুণিজন স্মৃতি পুরস্কার’ ঘোষণা
Next Article অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ