আওয়ামী লীগ প্রধান শেখ মুজিব জনগনের উদ্দেশে এক বিবৃতিতে বলেছেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন এবং যাতে #লুটতরাজ ও #অগ্নিসংযোগের মত অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার প্রতি করা নজর রাখার জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি বলেন যেখানেই জন্ম গ্রহন করুক না কেন বাংলাদেশে বসবাসকারী সকলেই বাঙালি, তাদের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের। ঢাকায় #গুলিবর্ষণের নিন্দা করে তিনি বলেন বাংলাদেশে আগুন জ্বালাবেন না। যদি জ্বালান তবে সে দাবানল হতে আপনারাও রেহাই পাবেন না। তিনি ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা পর্যন্ত #হরতাল পালনের আহবান জানান। তিনি ৩ মার্চ শোক দিবস পালনের জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি অভিযোগ করে বলেন এখন পশ্চিম পাকিস্তান হতে যে সকল বিমান আসছে সেগুলিতে সৈন্য বহন করে আনা হচ্ছে। তিনি অবিলম্মবে সামরিক শাসন প্রত্যাহারের দাবী জানান।
ধানমণ্ডি বাসভবনের সামনে সমবেত জনতার উদ্দেশে শেখ মুজিব #সাম্প্রদায়িক #দাঙ্গা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য দলীয় কর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন পল্টনে ৩ তারিখ ছাত্রলীগের সমাবেশের পর তিনি এক গনমিছিলের নেতৃত্ব দিবেন। রেডিও টেলিভিশনের কর্মচারীদের উদ্দেশে বলেন আওয়ামী লীগের সংবাদ প্রচার না করলে প্রতিষ্ঠান দুটি অচল করে দেওয়ার নির্দেশ দেন। ৭ মার্চের সভায় তিনি পরবর্তী কর্মসূচী প্রদান করবেন। মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল সংখ্যক অবাঙ্গালী জয়বাংলা স্লোগান দিয়ে এখানে আগমন করেছিল।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
অগ্নিঝরা মার্চ: ২ মার্চ ১৯৭১: পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিবৃতি
Previous Articleএকাত্তরে মার্চের শুরুতেই বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও জাতিকে প্রস্তুত করেন
Next Article অগ্নিঝরা মার্চ: ২ মার্চ, ১৯৭১