অবৈধ ও অসাংবিধানিক জঙ্গি অন্তর্বর্তী সরকারের মদদে সারাদেশে ব্যাপকভাবে নারী ও শিশুর উপর সহিংসতা, নির্যাতন ও #ধর্ষণ সকল মাত্রা ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব ঘৃণ্য অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছে। পাশাপাশি, দেশ ধ্বংসের জন্য দায়ী অবৈধ ও অসাংবিধানিক জঙ্গি অন্তর্বর্তী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগ।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই অবৈধ ও অসাংবিধানিক #জঙ্গি অন্তর্বর্তী সরকারের সময় সারাদেশে নারী ও শিশুর উপর সহিংসতা ও #নির্যাতনের মহোৎসব চলছে। আজ দেশের কোথাও নারী ও শিশুরা নিরাপদ নয়। দেশের সর্বত্র শিশুরা #ধর্ষণের শিকার হচ্ছে। গর্ভবতী নারীও আজ গণধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। সারা দেশে নারীরা অপমানিত ও নিগৃহীত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে নারীর ক্ষমতায়নের দেশ বলে খ্যাত বাংলাদেশ আজ নারী নির্যাতনের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে নারীর যে ক্ষমতায়ন হয়েছিল, তার সবটুকু ম্লান করে দিতে তৎপর এই অবৈধ ও অসাংবিধানিক গোষ্ঠী।
বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, নারী ও শিশুর উপর এই ভয়াবহ সহিংসতা ও নির্যাতন পৃথিবীর আর কোন দেশে সংঘটিত হয় নি। আওয়ামী লীগ সারাদেশে নারী সহ সকল বিবেকবান মানুষকে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানাচ্ছে।
#খুনি ইউনুস ও তার অবৈধ গোষ্ঠী শুধু গণতন্ত্র ধ্বংস করেনি, শুধু অর্থনীতি ধ্বংস করেনি, সিভিল প্রশাসন কিংবা পুলিশ বাহিনী ধ্বংস করেনি, তারা এদেশের শিক্ষক সমাজের মেরুদন্ড ভেঙ্গে দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, দেশের মানুষের জান- মালের নিরাপত্তা কেড়ে নিয়েছে, নারী ও শিশু অধিকার ও নিরাপত্তা কেড়ে নিয়েছে। বলতে গেলে, দেশটাকে একেবারে চূড়ান্ত ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে।
এই পরিস্থিতিতে দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব হচ্ছে এই অবৈধ ও অসাংবিধানিক জঙ্গি গোষ্ঠীর হাত থেকে দেশকে রক্ষা করা। এজন্য সকলকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ রক্ষার ব্রত নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এদেরকে উদ্ধার করতে হবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। তারিখ: ১১ মার্চ ২০২৫