১০ ই মে ২০২৫ ইংরেজী,পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কে, প্রবাসী যুক্তরাজ্যবাসীর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেতা, রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও যুবনেতা জামাল খান এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ ইবনে আনিস,
যুবলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, তারেক আহমদ, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, এম এ বাছির,জুয়েল রাজ, দুলাল মিয়া,রাজু মন্তর,আব্দুল আলীম ফয়সাল,আব্দুল হাফিজ বক্কর,ফজলে রাব্বিশ স্মরণ প্রমুখ৷
সভায় বক্তারা উল্লেখ করেন ১৯৬৮ সালে আইয়ুব খান আওয়ামী লীগকে নিষেধ করেছিল,১৯৭১ সালে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করেও আওয়ামী লীগের কিছুই করতে পারে নাই। আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। ওরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। আওয়ামী লীগ আবারও ডাবল শক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে এবং ইউনু সহ সমস্ত ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে বিচার করবে। ইনশাল্লাহ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।