দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং। ‘গ্যালাক্সি এ৫৬ ফাইভজি’ মডেলের স্মার্টফোনটিতে জেমিনি চ্যাটবটসহ ক্রিয়েট ফিল্টার, অবজেক্ট ইরেজার, ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং–সুবিধা থাকায় সহজেই ইন্টারনেটে তথ্য খোঁজার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও সম্পাদনা করা যায়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস পর্দার ফোনটিতে এক্সিনোজ ১৫৮০ মডেলের শক্তিশালী প্রসেসর রয়েছে। এর ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৪৫ ওয়াট ফাস্টচার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনগুলো। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।
ফোনটির পেছনে ৫০, ১২ ও ৫ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। সংস্করণ ভেদে ৮ ও ১২ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির দাম যথাক্রমে ৪৯ হাজার ৯৯৯ টাকা এবং ৫৪ হাজার ৯৯৯ টাকা।