বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার দল, জনগণের দল। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে একটি সত্য অনস্বীকার্যভাবে সামনে আসে আওয়ামী লীগের জন্ম না হলে আজকের বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বই থাকত না।
যে দলের জন্ম না হলে আমরা হয়তো এখনো পরাধীনতার শৃঙ্খলে বন্দি থাকতাম। যে দলের জন্ম না হলে স্বাধীনতার স্বপ্ন স্বপ্নই থেকে যেত। যে দলের জন্ম না হলে আজকের লাল-সবুজ পতাকা আকাশে উড়ত না, জাতিসংঘে উচ্চারিত হতো না বাংলাদেশের নাম, পদ্মা-মেঘনা-যমুনার তীরে স্বাধীনতার সীমানা টানা যেত না।
মুক্তির মন্ত্র আওয়ামী লীগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগই বাঙালিকে মুক্তির মন্ত্র শিখিয়েছে। ভাষা আন্দোলন থেকে ছয় দফা, গণঅভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ প্রতিটি সংগ্রামের মোড়ে এই দলের দিকনির্দেশনা জাতিকে পথ দেখিয়েছে।
৩০ লক্ষ শহীদের আত্মদান, দুই লক্ষ ৭৫ হাজার মা-বোনের সম্ভ্রমহানি, অসংখ্য মানুষের ত্যাগ সবই আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত মুক্তিযুদ্ধের ফলশ্রুতি। অথচ স্বাধীনতার পর প্রতিহিংসাপরায়ণ শক্তি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করেছে, জেলে চার জাতীয় নেতাকে নির্মমভাবে খুন করেছে। বারবার ষড়যন্ত্রে ধ্বংস করার চেষ্টা হয়েছে এই দলকে, কিন্তু আওয়ামী লীগ প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে।
উন্নয়নের প্রতীক আওয়ামী লীগ
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, মানুষের মুখে হাসি ফোটে। গরিব মানুষ পায় ভাতা, আশ্রয়হীন মানুষ পায় মাথা গোঁজার ঠাঁই। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, গ্রামীণ বিদ্যুতায়ন, ডিজিটাল বাংলাদেশ—সবই আওয়ামী লীগের সাহসী নেতৃত্বের ফসল।
কৃষক পায় সার, শ্রমিক পায় কাজ, শিক্ষার্থী পায় শিক্ষা, নারীরা পায় ক্ষমতায়নের সুযোগ। আওয়ামী লীগ মানে উন্নয়ন, মানে অগ্রগতি, মানে মানুষের জীবনে নতুন সম্ভাবনার আলো।
অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ নেমে যায় অন্ধকারে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়, সাংবাদিকদের মুখ চেপে ধরা হয়, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, রাস্তায় কুকুর-শেয়াল মানুষের লাশ টেনে নিয়ে যায়। ইতিহাস সাক্ষ্য দেয় যখনই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, তখনই দেশ পিছিয়ে পড়েছে, দুর্নীতি ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।
জনগণের দল আওয়ামী লীগ
আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি এ দেশের মাটি ও মানুষের দল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে এর শেকড় প্রোথিত। কৃষক, শ্রমিক, আবালবৃদ্ধ, ছাত্র-যুবক সবার হৃদয়ে এই দলের আসন।
ষড়যন্ত্র হয়েছে, হত্যার রাজনীতি হয়েছে, পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। তবুও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। কারণ আওয়ামী লীগের আসল শক্তি হলো জনগণ, আর সেই শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকতে পারে না।
আওয়ামী লীগ মানেই বাংলাদেশ
বাংলাদেশের ইতিহাস থেকে আওয়ামী লীগকে বাদ দিলে কিছুই অবশিষ্ট থাকে না ,না স্বাধীনতা, না মুক্তিযুদ্ধ, না পতাকা, না উন্নয়ন।
আওয়ামী লীগ মানেই স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক। বাংলাদেশ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। এই সত্য আজও অমোঘ, ভবিষ্যতেও অস্বীকার করার উপায় নেই।