যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির পাঁচ প্রভাবশালী সদস্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে একটি যৌথ চিঠি লিখেছেন। ২৩ ডিসেম্বর তারিখের এই চিঠিতে তারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সকল রাজনৈতিক দলের পূর্ণ অংশগ্রহণে মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন: গ্রেগরি ডব্লিউ. মিক্স (ডেমোক্র্যাট, র্যাঙ্কিং মেম্বার), বিল হুইজেঙ্গা (রিপাবলিকান), সিডনি কামলেগার-ডোভ, জুলি জনসন এবং থমাস আর. সুয়োজি।
চিঠিতে তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, তারা রাজনৈতিক বর্ণালীর সকল দলের সাথে মিলে এমন পরিবেশ সৃষ্টি করুক যাতে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করতে পারে। আমরা উদ্বিগ্ন যে, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা বা বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করা হলে এটি সম্ভব হবে না।”
কংগ্রেস সদস্যরা বিশেষভাবে উল্লেখ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে স্থগিত করার সিদ্ধান্ত প্রতিশোধের চক্রকে উসকে দিতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।
