জয় বাংলা প্রতিবেদন
আজ ১৯ ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন, ১০ ডাউনিং স্ট্রিটে হৃদয়ে একাত্তর বাংলাদেশে চলমান খুন, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, বিচারবহির্ভুত হত্যার প্রদিবাদে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, সংখ্যালঘুদের উপরে স্মরণকালের ভয়াবহতম আক্রমণ, জোরপূর্বক চাকুরীচ্যুতি, ধর্মীয় ও স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও এর অবসান জানানো হয়।
হৃদয়ে একাত্তর এর উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, 71@Heart//হৃদয়ে ৭১-এর অন্যতম নেতা আলিমুজ জামান, সংস্কৃতিকর্মী সাহাব আহমেদ বাচ্চু, অলোক সাহা এবং ফাতেমা জিনিয়া।