জয় বাংলা প্রতিবেদন
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলা হচ্ছে না। প্রতিবছরের ন্যায় এ বছরও ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি সিলেটে বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স না থাকার কারণে বইমেলা স্থগিত হয়ে যায়। প্রকাশক পরিষদ জানান, কোনো বছরই কর্তৃপক্ষ পুলিশ ক্লিয়ারেন্স চায়নি। কিন্তু এবার বইমেলা করতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে!
জানতে চাইলে বুধবার বিকেলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, ‘বইমেলা বাতিল করা হয়নি। আয়োজকদের বলা হয়েছিল পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। তারা সেটি দিতে পারেননি। পাবলিক প্লেসে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটনার শঙ্কা থাকে।’
প্রকাশক পরিষদ থেকে বলা হয়, অতীতে কোনো মেলায় এ রকম পুলিশ ক্লিয়ারেন্স চাওয়া হয়নি। এমনকি একই স্থানে আরও দুটি বইমেলাও সিসিক ক্লিয়ারেন্স চায়নি। এটি ছিল বইমেলার বরাদ্দ বাতিলের একটি কৌশল। শেষ মুহূর্তে মেলা স্থগিতের কারণে প্রকাশকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে তারা অভিযোগ করেন।
বইমেলার প্রচারণা থেকে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ও লেখক-সাংবাদিক ফারুক ওয়াসিফের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর।