গ্রামবাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নির্মাণ করা হয়েছিল ‘কৃষাণ চত্বর’ নামে ভাস্কর্য। গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে এই ভাস্কর্যও ভেঙে ফেলা হয়েছে।
২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এই ভাস্কর্য উদ্বোধন করা হয়। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পাশে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্টে এই ভাস্কর্য নির্মাণ করেছিল উপজেলা প্রশাসন।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সামনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। রাতে একদল লোক কৃষাণ চত্বরের থাকা কৃষকের ভাস্কর্যটি ভেঙে ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ভাস্কর্য ভাঙার একটি ভিডিও দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙছেন। এ সময় পেছন থেকে স্লোগান দিতে বলা হয়। ‘শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন সেখানে থাকা লোকজন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন শিক্ষক বলেন, ‘এই ভাস্কর্য কী দোষ করল বা এটার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক, বুঝতে পারছি না। বিষয়টি আসলে খুবই দুঃখজনক।’
সুনামগঞ্জ জেলা শহর থেকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদ, শিমুলবাগান, শহীদ সিরাজ লেকসহ হাওর এলাকার পর্যটনকেন্দ্রগুলোতে যেতে ‘কৃষাণ চত্বর’-এর ভাস্কর্যটি চোখে পড়ত। এর সামনে কয়েক কিলোমিটার এগোলেই পলাশ বাজারে রয়েছে ‘হাওর বৃত্ত’। এরপর বিশ্বম্ভরপর কারেন্টের বাজার মোড়ে রয়েছে হাওরের বিশাল বোয়াল মাছের আদলে একটি ভাস্কর্য, এই স্থানের নাম দেওয়া হয় ‘বোয়াল চত্বর’। সব কটিই উপজেলা প্রশাসন নির্মাণ করেছে।